মাদারগঞ্জ উপজেলায় ২৮ টি কবরস্থান রয়েছে তবে কোন সরকারি ভাবে কবরস্থান নেই। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামের সাধারন মানুষের সমন্বয়ে কবর স্থানের জন্য জমি ক্রয় করে এক একটি কবর স্থান করেন।
১। পৌরসভা ২টিঃ বালিজুড়ী, গাবের গ্রাম ।
২। চরপাকের দহ ৩টিঃ ফাজিলপুর, চরপাকের দহ, তেঘরিয়া ।
৩। কড়ইচূড়া ৩টিঃ ঘুঘুমারী, নলছিয়া, বাগলঘর।
৪। গুনারীতলা ২টিঃ গুনারীতলা, জাঙ্গালিয়া।
৫। বালিজুড়ী ১১টিঃ সুখনগরী (পারিবারিক)
৬। জোড়খালী ৪টিঃ বেড়া-বেতাগা, ফুলজোর, দিঘলকান্দি, কলাদহ।
৭। আদারভিটা ২টিঃ কয়রা, নগর।
৮। সিধুলী ১টিঃ মদনগোপাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস