মাদারগঞ্জ উপজেলায় নিম্ন নদীগুলো প্রবাহমান :-
১। যমুনা নদী
যমুনা নদীর ভাংগন এ এলাকার মানুষকে যেমন সর্বশান্ত করেছে, তেমনি এ সব নদ নদী থেকে আহরিত সম্পদ অর্থনৈতিক কর্মকান্ডে বিশাল ইতিবাচক ভূমিকা পালন করছে।
২। ঝাড়কাটা নদী
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঝার কাটা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হবার সময়ে নদীটার নাম হয়ে গিয়েছিল ঝাড়কাটা নদী। শুধুমাত্র বানের জল এলেই ডানা মেলত এই নদী। আষাঢ় শ্রাবণে বন্যার পানি যখন ফুলে ফেঁপে উঠত শুধুমাত্র তখনই নদীটা বিস্তীর্ণ জমি, নিম্নভুমি এমনকি ক্ষেতের আইলগুলোকেও প্রায় নদী বানিয়ে ফেলত। অন্য সময়ে এই নদী ছিল বন্ধুর মতন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস