Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার ২০২৫

সিটিজেন চার্টার

 

আগন্তকদের আগমনের উদ্দেশ্য ও কারণ নির্নয় করব, উদ্দেশঃ সাফল্যে আগন্তকদের সঠিক নির্দেশনা প্রদান, বিভিন্ন প্রকার আবেদনপত্র গ্রহন ও তা সংশ্লিষ্ট শাখায় প্রেরণ, নিরক্ষর আগন্তকদের আবেদনপত্র লিখতে সহযোগিতা করা, মেয়র ও কাউন্সিলরবৃন্দের মোবাইল/ফোন নম্বর প্রদান, পৌরসভার মান উন্নয়ন সম্পর্কে পরামর্শ গ্রহন ও তা মেয়রের নিকট প্রেরণ, অভিযোগ বাছাই করে চিহ্নিত অভিযোগ শুনানীর জন্য তারিখ নির্ধারণ, অভিযোগকারীকে অবহিতকরণ, অভিএযাগ শুনানী অনুষ্ঠান ও নিস্পত্তি করা, ভূমি সংক্রান্ত জটিলতা নিস্পত্তিকরণ আবেদন, পারিবারিক কলহ, তালাক, শারিরীক নিরযাতন, মানসিক নিরযাতন, যৌতুক সংক্নান্ত নিস্পত্তিকরণ, ইমারতের নক্সা অনুমোদন, অনাপত্তির সনদ, সড়ক বাতি, ভূমি সীমানা নির্ধারন সনদ, জাতীয়তা নাগরিক সনদপত্র, আর্থিক অনুদান, হোল্ডিং নম্বর প্রদান, হোল্ডিং নম্বর পরিবর্তন, হোল্ডিং নম্বর পৃথকীকরণ, ট্রেড লাইসেন্স ইস্যু, লাইসেন্স নবায়ন, যানবাহন লাইসেন্স (রিক্সা), চালক লাইসেন্স (রিক্সা/অ্যান), পৌরকর, আবজবর/মার্কেট/দোকান ভাড়া, জন্ম সনদ, মৃত্যু সনদ, পশুজবায়ের স্থবন পরিদর্শন ও মাংসের গুনগতমাকন নিশ্চিতকরণ, খাবারের ভেজাল রোধকল্পে নিয়মিত বাজার পরির্দশন, গণসচেতনতা আঋদ্ধিমূলক কর্মকান্ড, কুকুর নির্ধন, মশক নিধন, রাস্ত পরিস্কার, ডেঁন পরিস্কার ও বর্জ/আবর্জনা ভপসারণ।