জেলা পরিষদ ডাকবাংলো
জেলা পরিষদ মানব সেবার ব্রত নিয়ে সৃষ্টি হয়েছে। মানুষের সভ্যতার ক্রম বিকাশের উষা লগ্ন হতে মানুষ যখন সুপেয় পানি, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদার তাগিদ অনুভব করল, ঠিক তখনই জেলা পরিষদ নামক প্রতিষ্ঠানটির প্রয়োজন দেখা দেয়। এরই ধারাবাহিকতা ধরে জেলা সদরে প্রতিষ্ঠিত হয়জেলা পরিষদ। মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন এলাকায় বা গ্রামে ইঁদারা/কুপ খনন করা হয়। আর রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য থানা সদরে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়। দুরদুরান্ত থেকে আগত কর্মকর্তা/কর্মচারীদের থাকার বিশ্রামের জন্য থানা সদরে প্রতিষ্ঠিত হয় ডাকবাংলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS