গীতিকার নজরুল ইসলাম বাবু
গীতিকবি নজরুর ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ই জুলাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরনগর গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। পিতা বজলুল কাদের, মাতা রেজিয়া বেগম। তার পৈত্রিকভিটা একই উপজেলা হেমাড়াবাড়ি গ্রামে। পিতা বজলুল কাদেরের সঙ্গীতানুরাগ ছোটবেলা থেকেই বড় সন্তান নজরুল ইসলাম বাবুকে প্রভাবিত করে। স্কুল জীবন থেকেই তিনি সাহিত্য চর্চার পাশাপামি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭০ সালে তৎকালীন সরকার তার উপর গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে তিনি আত্মগোপন করেন এবং ১৯৭১ সালে ভারতে চলে যান। ট্রেনিং শেষে দেশে ফিরে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হলে তিনি আবার লেখাপড়া, সাহিত্য ও সংগীত চর্চা শুরু করেন। ১৯৭৩ সালে আশেক মাহমুদ কলেজ থেকে বিএসসি তে ডিগ্রী লাভ করেন। ঐ বচরেই তিনি রেডিও বাংলাদেশ ও বাংরাদেশ টেলিভিশনে গীতিকার হিসাবে তাকিাভুক্ত হন। তিনি বাংলাদেশ গীতিকবি সংসদের প্রথম কার্যনির্বাহী পরিষদ (১৯৭৮-৭৯) এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে সুরকার শেখ সাদী খানের সাথে তিনি প্রথম চলচ্চিত্রে গান লিখতে শুরু করেন। ১৯৯১ সালে 'পদ্মা-মেঘনা-যমুনা' চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসাবে জাতীয় চলচ্চিত্র ও বাংলাদেশ প্রযোজক সমিতির পুরষ্কার লাভ করেন। ১৯৮৪ সালের ২৩ শে নভেম্বর নজরুল ইসলাম বাবু সংগীতপ্রিয় শাহীন আক্তারকে বিয়ে করেন। তাঁদের দুটি কন্যা সন্তান- নাজিয়া ও নাফিয়া। ১৯৮৬ সালে যেীথ প্রযোজনায় সমষ্টি চলচ্চিত্রের ব্যানারে একটি চলচ্চিত্র তৈরীতে হাত দেন। তিনি এ ছবির চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেছেন। ১৯৯০ সালের ১৪ ই সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।
তাঁর প্রখ্যাত গান " সবক'টা জানালা খুলেদাওনা"
১। দেশের গান লিখেছেন- ১১৩টি।
২। আধুনিক গান লিখেছেন- ৫২ টি।
৩। ধর্মীয় গান লিখেছেন- ০৯ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS