আমারদের উপজেলা খরকাবীলের তীরে অবস্থিত, এই খরকাবীল এক সময় যমুনা নদীর সংলগ্ন ছিল, কালে ক্রমে যমুনার শাখা নদীর বিলিন হওয়াতে প্রধান নদীগোলুর মধ্যে যমুনা থেকে বিচ্চিন্ন হয়ে পড়ে, আমাদের ঐতিহ্যবাহি খরকাবীল এখন তা একাকার হয়ে আছে, এই খরকাবীলের যৌবনতা হারিয়ে বৃদ্ধরোগে আক্রান্ত হয়ে পড়েছে। এখনোও আমাদের খরকাবীলের দিকে তাকালে অনেক জেলে, অনেক পাখপাখালী দেখা যায়। জলজ প্রকৃতি ফুল ফুটে থাকে যেন মনে হয় গ্রামের যৌবতী নারীদের মত সেজে আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS