বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অর্থায়নে জামালপুরে পাওয়ার বন্ড কর্পোরেশন লানিং এন্ড আনিং প্রকল্পের যাত্রা শুরু করেন।জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে প্রশিক্ষনের কাজ শুরু করেন পাওয়ারবন্ড কর্পোরেশন ঢাকা, বাংলাদেশ।উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জামালপুরের সুযোগ্য জেলা প্রসাশক মোঃ শাহাবুদ্দিন খান, প্রধান অতিথি ড. মোঃ কামরুজ্জামান উপজেলা নিবার্হী অফিসার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ ওবায়দুর রহমান বেলাল উপজেলা চেয়ারম্যান এবং পাওয়ারবন্ড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ইঞ্জি. এম. হাসান সাজ্জাদ (সুমন) এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।এই সময় জেলা প্রশাসক মহোদয় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। গড়ে তুলতে হবে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। এবং সভাপতির বক্তব্যে ড. কামরুজ্জামান বলেন একজন মায়েই পারে একটা জাতির হাল ধরতে তাই প্রতিটি মেয়েকে মনোযোগি হয়ে প্রশিক্ষন গ্রহন করে আগামীর স্বর্নিভর বাংলাদেশ গঠনে আংশগ্রহন করার জন্য এবং পাওয়ারবন্ড কর্পোরেশনকে প্রশিক্ষন পরিচালনায় সর্বাত্তক সহোযোগিতার আসা ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS